খাতা আর কলমে লিখে না তারা আর
নেট ঘেঁটে যা পায় তাই নেয় চরমে।
মাঠে আর খেলে না গৃহকোণে ল্যাপটপ
পড়ালেখায় মন তার কিছুতেই বসে না।
মকতবে যায় না হুজুর বাসাতে
নামাজ পড়ে না যায় দিন গান শোনাতে।
বড়দের সালাম দিতে পায় লজ্জা
মাথা নিচু করে যায় সোফাতেই সজ্জা।
পাতে নেয় না সবজি শুধু চায় মাছ মাংস
ফাস্টফুড খুব মজা ভরে খায় কব্জি।
চিঠি আর লিখে না দেয় ক্ষুদে বার্তা
পিয়নের কাজ নেই তাই বাড়ি আসে না।
যুগ গেছে পাল্টে তাই এতো গিল্টে
বসে শুধু দেখে যাই পান আর চুন খাই।