ফুলহাতা শার্ট ভাঁজ করে,
তেজী যুবকের মতো দাঁড়িয়ে আছে গাজা উপত্যকা।
বেশ্যার সেলোয়ারের শেষ গিট্টু খুলতে
অপেক্ষমান তেলবাহী ইউরোপীয় জাহাজ।
এমন সময় আয়রন ডোম থেকে এক মাগীর মুখস্থ চিৎকারঃ
"বাঁচাও! বাঁচাও! আমি আত্মহত্যা করতে এসেছি"
কয়েকটি রকেট সেই সংলাপের রিহার্সাল নিয়ে ফিরে যায় ঘরে।
আল-জুদান পড়ে রয় "সেনহাড্রিনের" বিপুল গর্ভপাতে।
অথবা....
লাশকাটা ঘরে সেলাই হতে থাকে তাদের পরবর্তী কর্মসূচি!
এভাবেই ভোর হয়;
সন্ধ্যে নামে সূর্যের চিৎকারে।