ভালোবাসা এখনও প্রাসঙ্গিক—
এখানে সেখানে মানব যুগল,
ঘরও বাঁধে পাখির মতো;
বিরহে কেঁদে গানও গায়,
আর না পাওয়ার অভিযোগ।
ভালোবাসি এখনও অবিরাম—
তোমার শাড়ি পরা ছবিটা,
দূর থেকে তোমার হাসিটা
এবং স্মৃতির পাতায় স্বপ্নটা;
তাইতো কবিরা এখনও প্রাসঙ্গিক।