রাত্রে ইচ্ছা হয় যেন
হারাই গহীন আঁধারে,
ঘুটঘুটে অন্ধকারে ঠান্ডা গন্ধ!
রাতদিন চলছিলো বাঁচার লড়াই :
অক্সিজেন, আইসিইউ, রক্ত লাগবে আরেক ব্যাগ;
কেমন ঘোরে যেন সময় ফুরায় গেলো!
যেমন বোবায় ধরছিল ওইদিন :
উড়ায় নিয়া যায়, নড়াই যায় নাহ;
অস্থির একটা অবস্থা!
বলছি তোদের—মনে নাই?
সিগারেটে নাকি দাম বাড়াইছে,
তবুও মরার শখ কতো, টান শালা!
করে নাকি নার্ভ ঠান্ডা... তোদের ভাষায়।
গান শোনার দরকার, জোস একটা ওয়েদার;
বাতাস বইছে, সূর্য ডোবার আগে, বৃষ্টি নামবে পরে;
ভিজায় দিতেছে ঘড়ির ডায়াল!
রাত্রি যেনো সঙ্গি হলো,
গহীন আঁধারে ঘুমাই আমি মাটির কোলে;
এইসব কবরের ঘুটঘুটে অন্ধকারে ঠান্ডা গন্ধ!