টেরাকোটা দেখো—ইতিহাস আঁকা;
বুকের ভিতর রক্ত সূর্য কেমন খোদাই করে গাঁথা।
রাজপথে তরুণ-তরুণী ঐকতান—বৈষম্য বিরোধী;
নিজ হাতে গড়ে তুলি নতুন সমাজ—সম্প্রীতির মানচিত্র।
গ্রাফিতি ক্যালিগ্রাফি আল্পনায়—মোমবাতি প্রজ্জ্বলন প্রার্থনায়
স্বাধীনতা রক্ষায় স্মৃতির আদর্শে আগুয়ান।