সমাজ দেয়ালে অবয়ব আমাদের,
আমরা হলাম নিপীড়িত টেরাকোটা।
রক্ত-অশ্রু এখন অগ্নি ভস্ম,
চোখে শুধুই আগুন গোলা।
গ্রাফিতির চাই কারামুক্তি তাই
অবধারিত পেশিবহুল গণমিছিল।
স্বৈরাচার রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ,
আমরাই প্রতিবাদী টেরাকোটা।
টেরাকোটা দেখো—ইতিহাস আঁকা;
বুকের ভিতর রক্ত সূর্য কেমন খোদাই করে গাঁথা।
রাজপথে তরুণ-তরুণী ঐকতান—বৈষম্য বিরোধী;
নিজ হাতে গড়ে তুলি নতুন সমাজ—সম্প্রীতির মানচিত্র।
গ্রাফিতি ক্যালিগ্রাফি আল্পনায়—মোমবাতি প্রজ্জ্বলন প্রার্থনায়
স্বাধীনতা রক্ষায় স্মৃতির আদর্শে আগুয়ান।
“আমার লেখা দুইটি কবিতা ‘আমরাই টেরাকোটা’ ও ‘টেরাকোটা ইতিহাস’ সমন্বয়ে সম্পাদিত ‘টেরাকোটা’ কবিতাটি ইচ্ছাশক্তি প্রকাশনী থেকে প্রকাশিত বই ‘চব্বিশের গণবিস্ফোরণ’ কবিতার সংকলনে স্থান পেয়েছে।”
আগস্ট ২০২৪