সাদা মেঘের ভেলায় ভেসে
হারিয়ে যাওয়া হয়না;
পরেছি কাশফুল গয়না,
শরৎ আকাশ দিলাম তোমায়।

“বন্ধু আয়োশি সেন চৈতীর জন্য।”