বৃষ্টি আসে নীল রঙে
আকাশের মায়াময় অবয়বে,
ঠান্ডা নরম ঠোঁটে
চুমু দিয়ে যায় শুধু।
ফোটে ফুল রাঙা-পীত রাধা-কৃষ্ণ :
মানব মনে সুরে সাজানো।
ঝড় ওঠে তনু মনে :
বিরহ-করুণ লায়লী-মজনু।
মেঘেরা আসে নীল গগনে
বিষাদ বনে ঝরায় পাতা,
গ্রীষ্মের বিষাক্ত উত্তাপ সায়াহ্নে
গালে গড়ায় বর্ষণ ধারা।
(বিশেষ দ্রষ্টব্য : এই কবিতায় “রাধা-কৃষ্ণ” ও “লায়লী-মজনু”, এই দুই শব্দ যুগল সাহিত্যের দৃষ্টিকোণ থেকে একই সাথে নাম অর্থে ও রূপক অর্থে ব্যবহৃত হয়েছে।)