সবাইকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। আসুন আমরা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের জন্য প্রার্থনা করি—
আমি দেখিনি
ভাষা আন্দোলন;
আমি শুনিনি
সেই মিছিলের স্লোগান;
কিন্তু আমি দেখেছি
বাংলা বর্ণমালা।
কিন্তু আমি শুনেছি
বাংলায় কবিতা আবৃত্তি।
যদিও ছিলাম না সেদিন
রাস্তায়, মিছিলে;
তবে আছি আজ আমি
বাংলার ছন্দে।
তাই সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি—
যারা দিয়ে গেছে
আমার মুখের ভাষা,
যে ভাষায় আমি
তোমায় ডাকি সদা;
ঢেকে রেখো তাদের তোমার রহমতের ছায়ায়।