মাগো, চোখ মোছো;
চোখের জলে রক্তের দাগ যাবে না,
পুরাণ থেকে সত্যের দেবী হও তো—
মাগো, চোখ মোছো;
কঠিন রাঙা কিরণে ভস্ম করো সব মিথ্যা,
নাড়ি ছেঁড়া ধন হত্যার শোধ নিও তুমি—
মাগো, চোখ মোছো;
শোক থেকে শক্তি নিও,
জ্বালিয়ে রেখো সত্যের শিখা—
মাগো, চোখ মোছো;
আমি সত্যের পথে জীবন দিলে
তুমি আমার সত্যের দেবী।
০২.০২.২০২২