বলছি আবার—
মানুষকে আমি ভালোবাসি;
চেনা চেনা লাগে যেন,
মনে হয় অনেক আপন।
আমার জীবন—
ভালোবাসতে চেয়েছিলাম;
পালাতে চাইছে কারো সাথে,
শেষের ঘোষনা দেবার আগেও।
মদিও এবার—
আমি চলে যাব;
ঘৃণার বোঝা নিয়েই,
ভালোবেসে তোমাদের।

১৫.০৪.২০২৪