গুলী-গুলী! রক্ত-রক্ত! আর্তনাদ...
আমার রোষানলে পুড়ছে জনপদ;
মানুষ নই আমি—আমি মারণ দেবতা!
ধ্বংস্তূপ গর্ভে জন্ম সন্তানের;
খেলনা খুঁজে পেলাম ছুরি,
এবার চালাও আমার বুকেই!