কত কিছুই তো বদলে যায়;
আমি বদলাই, তুমি বদলাও,
চারপাশের সবকিছু বদলে যায়।
যায়, বয়ে যায়, সময় বয়ে যায়;
বদলে যায়, কতই না রদবদল!
আকাশের নীল রঙ কিংবা
পানির নিজস্ব গন্ধ, সবকিছুই।
বদলে যায় আমাদের ভালোবাসা
এক রূপ থেকে অন্য রূপে।
বদলায় আমাদের আবেগ-অনুভূতি,
বদলে যায় ভীষণ বিচিত্রভাবে।
ভিতরে-বাহিরে বৈচিত্র্যময় রদবদল,
সময় সময় এগুলো ভাবায়;
কখনো হয়ে যায় নির্লিপ্ত,
নীরবতায় প্রোথিত হয় মন।
কোলাহলময় রাস্তায় নীরবে চলে,
আকাশের দিকে স্থির দৃষ্টি,
নিশ্চুপ হয়ে বারান্দায় দাঁড়ায়,
চোখ খুলে শুয়ে থাকে;
নয়ন দুটি নিভিয়ে দিয়ো,
খুঁজে দেখো, কাউকে খোঁজো,
তুমি অবশ্যই পাবে খুঁজে
যিনি রদবদলহীন, সর্বপ্রাচীন,
প্রোথিত তোমার হৃদয় মাঝে।
২০.০৮.২০২০