দিঘীর স্থির জলের মতো তুমি,
সমুদ্রের ঢেউয়ের মতো আন্দোলিত
কিংবা নদীর জলের মতো প্রবাহমান।

রোজ রোজ নতুন আবহ
অথবা একঘেয়ে কোন ঋতু;
এর মাঝে তুমি, আমি, এই কলরব।
আকাশে উড়ে চলা পাখিরা
আর গাছের বাকলে হাঁটা পিঁপড়াগুলো;
এর মাঝে তুমি, আমি, এই নীরবতা।

প্রোথিত হয় মন, প্রোথিত থাকে কিছুখন;
একাকী হেঁটে চলে বহুদূর, সাথে নিয়ে বহুজন।
কখনো হয় নিরুদ্দেশ, কখনো বা ভ্রম।
নিজেকে আবিষ্কার করি খোলা প্রান্তরে
তারপর চারপাশে দাঁড়িয়ে যায় সারি সারি।
জোছনার চাঁদ আর রাতে জ্বলা বাতি
একই কক্ষপথে ঘুরে ফিরে আসে।

১২.০৮.২০২০