আমার এক মেয়ে আছে;
তাই ভালোবাসা কাকে বলে তা জানি,
আমি সুখ খুঁজে পাই নিষ্ঠুর সমাজে।
আমার এক মেয়ে আছে;
তাই দায়িত্ববোধ কাকে বলে তা জানি,
আমি অতি কর্মঠ এই অলস সমাজে।
আমার এক মেয়ে আছে;
তাঁর স্থির দৃষ্টি আমাকে ভীতু করে,
আমি ভয় করি এই সমাজ ব্যবস্থাকে।
আমার এক মেয়ে আছে;
তাঁর ম্লান হাসি আমাকে স্তব্ধ করে,
আমি ঘৃণা করি এই সমাজ ব্যবস্থাকে।
আমি এক মেয়ের বাবা,
তাই প্রশস্থ মুখের ললাট কুঞ্চিত থাকে।
০৫.১০.২০২০