আজ মাথায় প্রেম চড়েছে—
দুপুর রোদে বাসের জ্যামে
আমি তাই আজ যাত্রার নায়ক সেজেছি।
আয় এদিকে শিশুর দল,
বিধাতা তোদের উপর জুলুম করেনি;
নিয়ে যা : যা ছিলো হতভাগা মানিব্যাগে,
আজ আমার কোনো অভাব নেই।
গলির মোড়ে ক্রিকেট টিমে
আমি আজ অলরাউন্ডার হয়ে গেছি।
আজকে সব পেয়ে গিয়েছি;
তাকে কত যে ভালোবাসি
আজ আমি তা বলেই দিয়েছি।
আজ মাথায় প্রেম চড়েছে—
আনমনে অবেলায় সাজতে বসেছি,
আকাশ ছুঁতে নীল শাড়ি পরেছি।
আজ মনে কোনো ক্ষোভ নেই,
তোরা বল্ রে কোথা যাবি;
সাগর, পাহাড় নাকি পথেই ঘুরবি?
এই মিষ্টি মেয়ে, ফুল কত করে?
আমায় দাও টুকটুকে লাল গোলাপ;
সবগুলো তোমায় উপহার, শুধু দুইটি আমি চাইছি।
আজকে সব পেয়ে গিয়েছি;
সে যে আমায় কতটা ভালোবাসে
তা আজ বলেই দিয়েছে।
কোন সুর যে বাজে প্রাণে!
আজ মোদের প্রেম চড়েছে।