এখন রাত তিনটে—
ওই বাসার এক শিশুর
অসুখের কান্না অবিরাম;
আমরা সবাই জেগে আছি
এই জেনে— মায়েরাই যেনো নিরাময়,
অন্ধকার সভ্যতার কর্ণধার দার্শনিক।

০২.০২.২০২৫