একাকিত্ব ঠাসা শহরময়;
দেয়ালে দেয়ালে আবেগী বিবেক,
জীবন চন্দ্রবিন্দু বিহীন।
এরপর রাতের রাস্তায় আগমন
পথিকের, ভরা পূর্ণিমায়;
তার কলম হাতে,
কাগজ এই প্রহর।

পথিক তার কলমে রচে;
কালি ছড়িয়ে পড়ে দেয়ালে,
ফুটে ওঠে স্নায়ু চিত্র।
বর্ণময় কালি প্রাণময়,
রক্তের ধারার মতোই;
জীবনের অলিগলি ঘুরেফিরে
হৃদয়ের বন্ধ ঘরে এসে দাঁড়িয়েছে :
চিৎকার করে, কিছু বলে, বাজে প্রতিধ্বনি।

০৬.০৯.২০২১