এই জনসমুদ্রে ভালোবাসা এক!
এই বিশাল আকাশ
এই তোমার চোখের পানে।
এই জনসমুদ্রে ভালোবাসা এক!
এই কলরব ফোনবুকে
এই তোমার হাসির মাঝে।
ভালোবাসা আমার নয়, ভালোবাসা আমার নয়;
চায়ের কাপেই অবাক জীবন,
তোমার মাঝেই মানব জনম;
ভালোবাসা তোমার, ভালোবাসা তোমার।
তারিখ : ২৭.০৯.২০২৩