জাদুর শহরে জাদুর মানুষ,
জেগে ওঠো! ওড়াও ফানুস!
এই আকাশ তোমার, এই বাতাস তোমার;
প্রতিটি শব্দ তোমার, প্রতিটি সুর তোমার।
জাদুর আয়না জাদুর মুখেই,
হচ্ছে ভ্যানিস! তুচ্ছ জ্ঞানেই!
রঙিন মানুষ মনের মানুষ।

২৮.০৮.২০২৩