তোমার রূপের দাপট যেদিন ফুরবে,
ফুলের মতো রূপ ঝরে যাবে বিকেলে;
সেদিন দেখবো বলে গজিয়ে বাগানে
আমি অপেক্ষায় থাকি কাঁটাগাছ হয়ে।

২০.১১.২০২৪