পাথর বাহার মাটির বাগানে,
নীলিমা বহু দূর পথের;
ভালোবেসে ভেবেছিলাম—
হৃদয় হাসে পাথর মুখে,
একটি সুন্দর পাথর!
সেদিন আবার দেখেছি—
মৃত মনের করোটি যেনো,
হাহাকার করে কটকটে রোদে;
করুণা করে বুকের মাঝে,
একটি সুন্দর পাথর!

২৯ নভেম্বর, ২০২৪
জাফলং জিরো পয়েন্ট, সিলেট।