যেন এইতো সেদিন আমি
তোমার কাছে গিয়েছি, কাগজে ভালোবাসি লিখেছি;
আমাকে ছিড়ে ফেলেছ, কুটিকুটি করেছ ভালোবাসা।
উড়ছি হেমন্তের আকাশে!