ফোনে বললি—বেরোবি নাকি,
রাস্তায় এগারো নম্বরে চড়ছি।
শহুরে পথে—সবুজ খুঁজি,
দালানের খাঁচায় আমরা বেমানান।
তুরাগ তীরে—বসি দুজন,
আড্ডাতেই ছাঁটাই দৈনন্দিন জীবন।
চায়ের নেশায়—সময় কাটাই,
ভীষণ ভাবায় সামাজিক মাপকাঠি।
আবার হারাই—দুজন দুদিকে,
ছুটে চলেছি নিজেকে নিয়ে।
দেখা হবে—স্মৃতির স্মরণে,
এক কাপ কথা হোক।
“কবিতাটি প্রিয় বন্ধু আরিফুজ্জামান-কে উৎসর্গ করলাম, আরিফের সাথে আমার দিনগুলোই তুলে ধরার চেষ্টা।”