আর কত দেবে আঘাত? আর কত?
ক্ষত-বিক্ষত এই দেহ-মন-প্রাণ।
আর কত নির্যাতনের বাঁধনে বাঁধবে বলো?
গায়ের জোরে আর কত করবে অনাচার?
এই মায়া-মমতার হৃদয় আজ তপ্ত,
গভীরে ফুঁসছে ঘুমন্ত-উত্তপ্ত আগুনের গিরি,
শুধু অপেক্ষা এক আলোড়ন-আন্দোলন-স্ফুলিঙ্গ;
আর নয় শুধু অসহায়-ভীতু নারী,
নব পরিচয়ে হবো পরিচিত ফুলন দেবী।
চলার পথের মতোই ভয়ংকর জীবনের পথ,
সদা সতর্ক-ভীতু মন তবুও বিপদ;
এ যেন আদিম-উৎশৃংখল কোন জনপদ,
তাই সবাই আজ সর্বোচ্চ শক্তি প্রদর্শক।
দুর্বল বলে সবাই মিলে করে শোষণ
তাই শোষকের তরে উত্তপ্ত শোষিত প্রাণ;
বিশৃঙ্খলার বীজ প্রোথিত হলো মনের মাঝে
তারপর শুধু দ্বন্দ্ব-যুদ্ধ-পাশবিক সমাজ।
মনে মনে, দেশে দেশে জ্বলছে আগুন;
নিভিয়ে দেও অগ্নিশিখা, রোপণ করো ভালোবাসা।
ফুরিয়ে গেছে কলমের কালি, হারিয়েছে কাগজ;
ক্ষুধার্ত পেটের উত্তাপে হারিয়ে গেল ছন্দ।
লুটে নিয়েছে অর্থ-খাদ্য, লুটেছে প্রাণ;
তোমার-আমার-সবার হতে হলো নিঃস্ব।
এই দেহে আর না সইবে নির্যাতন,
না আর সইতে পারবো মনের দহন;
এবার আল্লাহর দোহাই আমাদের ছেড়ে দাও।
তারিখ : ৩১/১০/২০২০
প্রতি মাসে সমসাময়িক ঘটনাবলী নিয়ে লেখা কবিতাগুলো; সমসাময়িক বিশ্ব(দুনিয়া) ও বাংলাদেশ, ২০২০ সালের অক্টোবর মাস।