এই কবিতা লেখা বুঝি মূল্যহীন;
মনে মনে কথা বলার মতো,
আসে না অন্য কারো কাজে।
আমার কবিতা মিটাবে না ক্ষুধা,
দিবে না কাউকে টাকা, হায়!
অর্থের পিছনে ছুটছি আমি, ছুটছ তুমি, ছুটছে সবাই;
আয়ের চেয়ে ব্যয় বেশি, গৃহস্থের বদলে চোর বেশি।
আমরা শোকাহত, আমরা হতাশাগ্রস্থ;
দুর্যোগ দেখে আমরা শোকাহত,
দুর্নীতি দেখে আমরা হতাশাগ্রস্ত।
গণতন্ত্র হোক কিংবা সমাজতন্ত্র,
আত্মা হয়ে যাবে ক্লান্ত
যদি নাই থাকে মানবধর্ম।
হে সৃষ্টিকর্তা! এ ভয়ঙ্কর সময়াবস্থা;
দুর্যোগ-দুর্দশায় বিধ্বস্ত হয়েছে সমাজ,
দোষীর বদলে নির্দোষ থাকে ভয়ে।
আমাদের দয়া করুন, বিধাতা,
এই সমাজ আপনার ক্ষমাপ্রার্থী।
কেউ শোনেনা কারোর কথা,
দুর্বল পায় না ন্যায়বিচার;
কিসের বিচার! কিসের নীতি!
জোরদার শুধু মালিক নয় সাথে
তাজা তাজা প্রাণ ঝরাতে চায়।
মহামানবদের আদর্শ আমরা গিয়েছি ভুলে,
অপকর্ম ঢাকি তাঁদের নাম ভাঙ্গিয়ে।
আদর্শের কথা পড়েই না মনে,
দিবস বানিয়ে রাখি ফুল সৌধে।
রাসায়নিক আর বাইনারি মাদক
ধ্বংস করছে উন্নত মনন।
ভালো কাজের পুরস্কার আর খারাপের তিরস্কার
যদি নাই থাকে তবে সমাজ কি টিকে?
পুরুষ বেশধারী কিছু পশুর অবাধ বিচরণ;
পাশবিকতার জন্য কলুষিত হয়েছে সমাজ,
নারী পায় না তাঁর জাতের সম্মান,
নারীর চোখে পুরুষ আজ পাশবিক প্রাণ।
আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি,
যতন করে স্বপ্ন বুকে, যাপন করি।
আমরা সেই মায়ের সন্তান, যে সব সইতে পারে,
আমরা সেই মায়ের সন্তান, যে ত্যাগ করতে জানে।
আমরা কাঁদতে পারি, চোখ মুছতে জানি,
আমরা হাসতে পারি, প্রতিবাদ করতে জানি।
মোদের রক্ত শুধু মীরজাফরের নয়,
নয় তো শুধু রাজাকারের;
এই রক্তেই রাজত্ব সিরাজের,
রক্তেই হলো বাস যোদ্ধাদের।
মোদের এই দেশমাতা বীর প্রসবিনী,
নির্ভীক সন্তান জন্ম হবে যুগে যুগে।
তারিখ : ২৪/০৮/২০২০
প্রতি মাসে সমসাময়িক ঘটনাবলী নিয়ে লেখা কবিতাগুলো; সমসাময়িক বিশ্ব(দুনিয়া) ও বাংলাদেশ, ২০২০ সালের আগস্ট মাস।