এক ভয়ঙ্কর শব্দ হচ্ছে, সমস্যা;
সমস্যা, সমস্যা, সমস্যা, চারদিকে সমস্যা।
সব সমস্যার নাকি কাছে সমাধান,
তাহলে কোথায় লুকিয়ে সেই সমাধান?
প্রধান সমস্যার সমাধান রেখে
আমরা মরি হায়-হুতাশে।
গাছের গোড়ায় পানি না দিয়ে
পানি দেই গাছের ডালে।
নিজের দোষের কথা যাই বেমালুম ভুলে,
অন্যের দোষ খোঁজাই আমাদের স্বভাব যে!
কেউ ভুল করলেই আমরা বসি নড়েচড়ে,
নিজের ভুল শুধরে আবার কী হবে!
যোগ্যতমই তো থাকবে টিকে,
যে দুর্বল ধরে মার তাকে!
আমাদের এভাবেই সময় যায় হৈচৈ করে,
জনগণ চায় আমোদ-ফুর্তি-বিনোদন যে।
ওদিকে পুকুর চুরি হচ্ছে দেদারছে,
সেগুলোর কয়টা আমাদের কানে আসে?
নাট্যমঞ্চে অভিনেতারা দুর্দান্ত সব অভিনয় করে,
দর্শক সারিতে বসে পরিচালকও তা উপভোগ করে।
তাও ভাল,
কয়েকজন অভিনেতার নেয়া হয়েছিল সাক্ষাৎকার,
পরিচালকের গুণ বলতে লাগেনা অপেক্ষার।
কোথায় পরিচালক, আর কোথায় আমরা!
তারপরও তাদের ভাষায় বলতে চাই : সাধুবাদ জানাই।
মান-সম্মানের ব্যাপারে আমরা ‘ডোন্ট-কেয়ার’;
বিদেশে আমাদের সম্মান গেলে যাক গে,
নিজের দেশের রাজা হলেই হবে যে,
দেশমাতার সম্মান বেচেছি সেই কবে!
সমস্যা আবার কী! সাথে আছে বন্ধুরা
তারা ছিল, তারা আছে, তারাই থাকবে।
সত্যিই তো তারা বিপদে পাশে ছিল,
এখনো বলছে তারা আমাদের পাশে আছে।
আমাদের এই পৃথিবী বড়ই রহস্যময়,
সব রহস্য নাই বা জানলাম।
কৃষক-শ্রমিকরা তো রহস্য করে না,
তবে কেন তাদেরকে করি এত অবহেলা!
আমি আবার কবিতা লিখছি কার জন্যে;
ক্ষুধার রাজ্যে কবিতা দিয়ে কী হবে!
যেখানে মানুষ মরে চিকিৎসার অভাবে,
সেখানে কবিতা আর কারা পড়বে।
দুশ্চিন্তার ফলে আর দুর্দশা দেখে
আমাদের মানসিক স্বাস্থ্য গিয়েছে ভেঙে।
বড্ড বেশি করলাম দুর্দশা নিয়ে আলোচনা,
আজকাল ভালো কিছু চোখেই পড়ে না।
মানব জাতির এই দুর্দিনে মানবতার ক্রান্তিলগ্নেও
কিছু মানবিক মানুষের দেখা মেলে,
তাঁদের জন্যই এখনো বলতে পারি—
আমরা মানব সমাজে বাস করি।
ঝুপ ঝুপ, শব্দ কি পান শুনতে?
যে শব্দ নিয়ে যাচ্ছে স্বপ্ন কেড়ে।
নদীর একুল ভাঙ্গে, ঐকুল গড়ে;
সত্যিই কি গানের মতো সহজ এই খেলা?
হৃদয় ভাঙলে তা আর লাগে না জোরা।
ভেসে যাচ্ছে ঘর-গোয়াল, ভেসে গেছে কূল,
সুদিনের মত দুর্দিনেও আগলে রাখবেন, তিনি দয়ালু।
কিন্তু আগে উত্তর চায় বানভাসি—
কারা করল বাঁধ নির্মাণে চুরি?
দুনিয়ার দশা দেখলে আসে ক্লান্তি,
দুনিয়ার মায়া সবচেয়ে বড় ভ্রান্তি।
তারিখ : ২২/০৭/২০২০
প্রতি মাসে সমসাময়িক ঘটনাবলী নিয়ে লেখা কবিতাগুলো; সমসাময়িক বিশ্ব(দুনিয়া) ও বাংলাদেশ, ২০২০ সালের জুলাই মাস।