দেশকে ভালোবাসি,
যা আছে শক্তি
দেশকে বাঁচাবো দিনরাত্রি।
এই দেশ আমার মাতৃভূমি;
দেশ রক্ষায় থাকবো সজাগ,
আঁকড়ে রাখবো দেশের ভূমি।
দেশের জন্য জীবন দেবো,
তবুও পিছুপা হবনা আমি;
দেশকে বাঁচাতে মৃত্যু হলেও
ধন্য হবো আমি।
১৩.০৫.২০১২
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছেলে এই কবিতাটি লিখেছিল, এটাই আমার লেখা প্রথম কবিতা; স্কুল ম্যাগাজিনের জন্য লিখেছিলাম, তখন সময় ২০১২ সাল। আংশিক সম্পাদনা করে “দেশকে ভালোবাসি” শিশুতোষ কবিতাটি প্রকাশ করা হলো।