সত্যি বলতে আমরা সবাই একা;
জীবনের রাস্তায় চলতে গিয়ে
আমাদের হয়ে যায় দেখা,
কথা হয় কিংবা হয় না,
আবার দেখা হবে কিংবা হবে না।
মহাবিশ্ব থেকে শুরু করে সময়ের শেষ পর্যন্ত
আমরা সবাই একসাথে চলছি,
এই পথ চলতে চলতে পথিকের সাথে পথিকের,
কথকের সাথে কথকের হয়ে যায় পরিচয়।
পরিচয় থেকে প্রয়াণ হয়ে স্মৃতি মনে নিয়ে
আমরা চলতে থাকি, চলতে থাকবে।