তোমার মিথ্যা গৌরব, তোমার অন্ধ চেতনা;
তুমি কিনা দাও অপবাদ, অপমানে হবে খান খান!
তোমার অন্যায় শাসন, তোমার দেশকে শোসন;
তুমি সাধু মহারাজ, জনগণ চোর তবে!
নর্দমার কীটের ন্যায় শুক্রাণু থেকে তোদের জন্ম,
তোরা মানুষখেকো হায়েনাদের দল!
জাহান্নামের আগুনে ভস্ম হোক তোদের দৌরাত্ম্য,
তোরা মানুষরূপী জানোয়ারের দল!
চাটুকার ধুলোয় লুটাক, অসাধুর হোক কারাভোগ;
মিছিলেই করি প্রতিবাদ, আমরা আনবো প্রভাত!
সংগ্রামে করি সংস্কার—মাথায় পতাকা বেঁধে,
বুলেট বুকে নিয়ে—আরেক ফাগুনে আমরা দ্বিগুণ!
“আমার লেখা কবিতা ‘চব্বিশ এর ফাল্গুন’ বৃত্তকলা একাডেমি থেকে প্রকাশিত বই ‘রক্তাক্ত জুলাই ২০২৪’ কবিতার সংকলনে স্থান পেয়েছে।”
১৭.০৭.২০২৪