বাঙালি স্বভাবতই কাব্যপ্রেমী, বৃষ্টির মোহময় পরিবেশ আমাদের মনে সুর ও ছন্দের যোগান দেয়। এই বৃষ্টির দিনে একটি কবিতা—
নীলাভ সাদা আকাশ গিয়েছে ঢেকে : ছাইরঙা মেঘে,
প্রশান্তির বায়ু বইছে : ঐ উত্তর-পশ্চিম কোণ ধরে,
এসেছে বুঝি শান্তির দূত বৈশাখের আগে আগে।
হঠাৎ আলো! মেঘ গুড় গুড়, পাখি সব গিয়েছে থমকে,
বৃক্ষরাজি অভ্যর্থনা জানায় পাতা দুলিয়ে দুলিয়ে;
এক-দুই-তিন, কলাপাতায় শব্দ হয় টিপ টিপ,
ধুলো পড়া মাঠে ফোঁটায় ফোঁটায় ধূসর চিহ্ন জাগে।
বৃষ্টি! হ্যাঁ, বৃষ্টি এসেছে,
ঐ যে মাঠে কুকুর ছানারা করছে খেলা,
জীবনে তাদের প্রথম দেখা প্রকৃতির এই লীলাখেলা।
কোথা থেকে যেন এসেছে উড়ে একজোড়া টুনটুনি,
কলাপাতায় পড়া বৃষ্টির ফোঁটায় করছে গোসল দেখি;
এই পাতা রেখে ওই পাতায় যায়, এই ডাল থেকে ওই ডালে।
আজ খুশিতে মন ভরে যায়, আহা! কী শান্তিময়।
ভেজা ধুলোর গন্ধ পাই : এ এক পুলকিত অনুভূতি;
চোখ বুজে আমি বুক ভরে নেই শ্বাস,
নাকে লাগে শীতল হাওয়া, আহা! এই তো শান্তি।
বৃষ্টি এসেছে প্রকৃতির বাগানে;
ধুয়ে ফেলে সকল আবর্জনা
শুদ্ধ হতে চাই নবধারায়, হে বিধাতা!
প্রশান্তিতে পূর্ণ করো আমার হৃদয় আঙিনা।
২রা এপ্রিল, ২০২০
বিকেল বেলা
উত্তর খান, ঢাকা