প্রকাশনা | যৌথ সংকলন |
---|---|
প্রকাশনী | বৃত্তকলা একাডেমি |
সম্পাদক | রাজশাহীর কবি মোঃ বুলবুল হোসেন |
প্রচ্ছদ শিল্পী | মোহাম্মদ তোহিদ মিয়া |
স্বত্ব | কবি |
বইটি কিনতে চাইলে | এখানে ক্লিক করুন |
আমি রুমি মাহমুদ, শুভাকাঙ্খীদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার লেখা একটি কবিতা ‘চব্বিশ এর ফাল্গুন’ বৃত্তকলা একাডেমি থেকে প্রকাশিত বই ‘রক্তাক্ত জুলাই ২০২৪’ কবিতার সংকলনে স্থান পেয়েছে।
বইটিতে রাজশাহীর কবি মোঃ ইব্রাহিম হোসেন এর লেখা সম্পাদকীয়র কিছু আংশ তুলে দেওয়া হলো—
“লাখো কোটি শোকর গুজার তাঁর দ্বারে, যিনি আমাকে শত বাধাবিপত্তির মধ্য দিয়েও ২০২৪ এ একনাগাড়ে ১৬ বছর যাবৎ শোশনকারী, অত্যাচারী ও স্বৈরাচারী স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতন ও নিপীড়নে অতিষ্ঠ দেশবাসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থান ও বিপ্লবী স্লোগানে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে স্বৈরাচারী পতনের নিমিত্তে বাংলাদেশের রণক্ষেত্রে বীর শহীদ ভাই, বোন, সন্তান তথা গোটা ছাত্রসমাজের মান অক্ষুন্ন রাখতে ‘রক্তাক্ত জুলাই ২০২৪’ বিপ্লবী যৌথ কাব্যগ্রন্থটি দেশের নবীন-প্রবীণ কবিদের সমন্বয়ে এত সুন্দর করে সম্পাদনা কারর তৌফিক দান করেছেন।
কাব্যগ্রন্থটিতে সংল লেখক-লেখিকাই অত্যন্ত সুন্দর সুনিপুণ সৌন্দর্যমণ্ডিত শব্দশৈলীর অসাধারণ চমকপ্রদ বিদ্রোহী লেখার দ্বারা বৃত্তকলা একাডেমি কর্তৃক নির্মিত সুন্দর একটি বিপ্লবী কাব্যগ্রন্থ ‘রক্তাক্ত জুলাই ২০২৪’ সবার মাঝে উপহার দিতে পেরে সত্যি আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত ও অভিভূত! আমি তাঁদের সকলের প্রতি জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে প্রাণঢালা বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা।”
মা বাবা ভাই বোনসহ ন্যায়ের পক্ষের লড়াকু বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের সকল বিপ্লবী জনতা, ছাত্রসমাজ ও ২০২৪ এর সকল বীর শহীদদের প্রতি।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.