দুহাত দূরে বসে তুমি
তবু যেনো সেই সুদূর!
তোমা ঠোঁট চুমে যেন বায়ু এসে
ভরে দেয় মোর মন।
ফুল সাজুক তোমায় ঘিরে;
সেদিন তোমার হাতে গোলাপ দেখেছি,
কেমন তার সুবাস?
কাছে গেলে নারীর
পারফিউমের সুবাস;
পুরুষের মনে লেগে থাকে
সিগারেটের হাহাকার!
মন জুড়ে যেন ওষুধের গন্ধ,
চোখে চোখ রেখে তবুও অন্ধ?
ভালোবাসা অন্ধ!
তারিখ : ১৪.০৭.২০২৩