মানুষ যখন নিজেকে বলেছে
তোমার অনুভূতি কমের আলোড়িত,
আমার অনুভব অশেষ অবগত;
বিশ্বাসে অনুভূতির প্যারাডক্স জন্মালো।
পুরেছি খাঁচায় করোটি, মুখের উপর মুখোশ;
মনের কথাটি মনেই লুকাই, তোমার সময়!
দুঃখটা যেন ক্যান্সার, সুখেরা সব মুখর;
আলোর জগৎ আঁধারে লুকায়, কৌশলী ইমোজি!