সমাজ দেয়ালে অবয়ব আমাদের,
আমরা হলাম নিপীড়িত টেরাকোটা।
রক্ত-অশ্রু এখন অগ্নি ভস্ম,
চোখে শুধুই আগুন গোলা।
গ্রাফিতির চাই কারামুক্তি তাই
অবধারিত পেশিবহুল গণমিছিল।
স্বৈরাচার রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ,
আমরাই প্রতিবাদী টেরাকোটা।