জন্ম আমার মানব গর্ভে
তাই হলাম পাপী,
রক্ত-মাংসের মানুষ সেজে
রয়ে গেলাম দানব-ই।
ইট-সিমেন্টের মানব সমাজ,
মানুষের বাস নাই যে;
মানবতা ধুলোয় লুটায়,
জনম আমার জ্বালা-ই।

২২.০৮.২০২৩