আমি আটকে গেছি, জীবন গিয়েছে অদূরে :
এই গাছটি—এই দোকান—এই খাতায়।
খুব ছোট করে বাঁচি, হাসিমুখে সুখে-দুঃখে :
আমার আম্মা—আমার ঘরণী—আমার মেয়ে।
জীবন আমার যাচ্ছে কেটে অফিস থেকে বাসায়,
আন্দোলিত সমাজ পরিবর্তনে আমিও সংসারী;
নির্বাচন থেকে পার্বণে কিংবা রেস্তরাঁ থেকে ফুটপাথে,
হাসিমুখের কলরব আর কোলাহল আলোচনায়।
কোনো কোনো বন্ধু আমার গেলো আকাশ ছুঁয়ে,
আবার হারিয়ে গেলো কেউ কেউ কালের অবকাশে;
যৌবনে ভালোবেসে যার সাথে ঘর বাঁধার শখ ছিলো,
সেই রমণী পুরো বিশ্ব ঘুরে ভালোবাসে স্বামীর সাথে।
মেঘের উপর অপার আবাস, হারানো জীবন ধরবো মুঠোয়;
আমাদের সময় ফুরিয়ে যায় আনমনে আশার আলোয়।
২৭.০৫.২০২৪