লিপস্টিকে লাল কিস, কপালের কালো টিপ;
চায়ের কাপে আলাপ, হাতা গোটানো হাত।
এত মানুষের ভিড়ে দুইজন, আগ্রহের রিংটোন!
কত কথায় মন ভোলায়, মধুর ভ্রমর!
সময় চাকায় চড়ে ওরা, থামবে কোনো মোড়ে;
হয়তো বিদায় স্মৃতির পাতায়, গোলাপ পুড়ে যায়।
আমার লেখা কবিতা ‘আগুন গোলাপ’ আর্টলিট পাবলিকেশন থেকে প্রকাশিত বই ‘বিমূর্ত মুহূর্ত’ কবিতার সংকলনে স্থান পেয়েছে।