। ভালো বাসা।

স্বপ্ন দেখো আজও তুমি আমার মতো?
মনে করো আমায় তুমি? না-কি এসব কাব্য যত?
কত্ত খানি স্বপ্ন দিয়ে গড়ে ছিলে প্রাসাদ বাড়ি!
আমি হেসে বলেছিলাম," প্রাসাদোপম বাড়ি হওয়া খুব কি বলো দরকারি?
থাকবো তো সেই আমরা দু'জন!
ঝগড়া হলেও এঁটে যাবো তেঁতুল পাতায়,আমরা সুজন!
ছোট্ট দুটো ঘরেই হবে, একটা বাগান..একখানা ছাদ? "
হেসে তুমি বলতে," তো বেশ, প্রাসাদখানা থাক তবে বাদ।
অট্টালিকা গড়তে পারি?"
আমি বলি  -"উফ,তুমি না স্বপ্ন দেখায় খুউব আনাড়ি! "

স্বপ্ন দেখা নেশা ছিলো, ইচ্ছে মতন  আসতো খেয়াল,
আমার কাছে স্বপ্ন বাড়ি -' ভালো বাসা ',
তোমার কাছে স্বপ্ন মানে - ইটের দেয়াল!

হারিয়ে গেল স্বপ্ন তোমার, খুঁজতে গিয়ে জমি,টাকা,
আজকে  তোমার প্রাসাদ আছে, ছাদও আছে,
কিন্তু, স্বপ্নে দেখা - 'ভালো বাসা'?  সেখানে সব ঘর যে  ফাঁকা !

আমি আজও স্বপ্ন দেখি, নেশার কি আর খরচা লাগে?
যত্নে আছে বাগান খানা,ঘর দু'খানা, চিলতে আকাশ তোমার ভাগের ।

আজ  একবারও কি ঘুম জড়ালে রাত আনে না স্বপ্ন আগের?

রু মি