ভালোবাসা
আগেও ছিল, এখনও আছে...
সেই শিহরণ , নিজেকে আয়নায় বার বার মেপে নেওয়া,
চিঠি লিখতে বসে ভাষা হারিয়ে ফেলা, দেখা করবার অধীর প্রতীক্ষা...
এ সব কি কোনোদিন পুরনো হয় ?
লায়লা-মজনু, রোমিও-জুলিয়েট, অমিত-লাবণ্য...
সব প্রেমেই একই কাহিনী...
যুগ বদলেছে... বদলেছে ডাকবাক্সের চরিত্র,
আগে ছিল কবুতর, তারপর লাল ডাকঘর...
এখন মেসেঞ্জার বা হোয়াটস অ্যাপ...
কিন্তু একই আছে প্রেমের ভাষা...
বদলায়নি আশা, ভালোবাসা...।