বিদায় চাইতে এসেছি তোমার দরবারে
কত স্মৃতি , কত কথা মনে পড়ে ...
মনে পড়ে যায় , সেই প্রথম দিনের স্মৃতি
যা আজ হয়তো তোমার কাছে শুধুই বিস্মৃতি !
নীরবেই এসেছিলাম তোমার সান্নিধ্যে
আজ নীরবেই চলে যেতে চাই
শুধু একটিবার বলে যেতে চাই
আমার শেষ কথা –
‘বিদায়’ !!
একদিন মোরে ভালোবেসেছিলে
নব নব আভরণে সাজিয়েছিলে ,
আজও সে অলঙ্কারে আমি সুসজ্জিতা
শুধু তোমার আলোক থেকে বঞ্চিতা !
দিয়েছিলে মোরে ভরিয়া মম অঞ্জলি
বিনিময়ে দিয়েছি শুধুই মোর শ্রদ্ধাঞ্জলি...
জানিনা মোর কোন অপরাধে আজ দূরে চলে গেলে...
অজানা কোনও অভিমানে তুমি কি নীরব হলে ?
চলে যেতে চাই , তবু যেতে নাহি পারি
কি যেন রেখেছে মোর আঁচল ধরি !
পিছু ফিরে দেখি , এ যে তোমারই স্মৃতি
তুমি-আমি দোঁহে মিলে যারে দিয়েছি আকৃতি ;
বেঁধেছো যে মোরে মধু-স্মৃতি-ডোরে
কেমনে যাইবো আমি তোমারে ছেড়ে !
কেমনে কহিব , “ দাও বিদায় মোরে !”