একটা ভূমিকম্প
কাঁপিয়ে দিল চারিদিক
ত্রাসে ভয়ে কাঁপলো মানুষ
জাগলো হৃৎকম্প ।
প্রকৃতি কেন বার বার হচ্ছে রোষায়িত
কোন সে কারণ তার গভীরে আছে লুক্কায়িত
সে কি প্রকৃতির অভিশাপ ?
প্রকৃতির প্রতি মানুষের অত্যাচারের নাই কোনও মাপ !
প্রকৃতির স্বাভাবিকতাকে মানুষ করেছে ক্ষুণ্ণ
তাই প্রকৃতির রোষে মানুষ আজ বিপন্ন...
হয়তো কারণ প্রোথিত আছে আরও গভীরে
লোভ, পাপ, অনাচার জন্মেছে আমাদের অন্তরে !
প্রকৃতির প্রতি, মানব মানবের প্রতি আজ নেই ভালোবাসা
মানুষের মনে জন্ম নিয়েছে হিংসা, লোভ আর লালসা !!
একটি ভূমিকম্পে ধ্বংস হয় কত প্রাণ
বদলে যায় কত মানুষের জীবন
আজ যে রাজা, রাজপ্রাসাদের অধিকারী
কাল সে ফকির, সব হারিয়ে পথের ভিখারী ।
শুধুই কি ধনসম্পত্তি, জীবন, প্রাণ !
ভূমিকম্প বদলে দিতে পারে মানুষের মন !!
আজ যা ভাবি আমার আমার
কাল তা দেখি সবই যে পর !
শুধু একটিই অবলম্বন নিয়ে বাঁচা
সে যে আমার আশা, ভালোবাসা !!