পৌষে শেষে মাঘে শুরু,
হাড় কাঁপানি শীতে।

হিমেল হাওয়া হাড় কাঁপিয়ে,
শীত জেঁকে বসে।

শীতের তাণ্ডব প্রকৃতির রুপ,
বিবর্ণ রুপে ফেরে।

রুক্ষ মূর্তি ধারণ করে,
কুয়াশা নামে  পথে।

লাঙল-জোয়াল কাঁধে নিয়ে
কৃষক যায় মাঠে।

বোরো বীজ  রোপান করে,
পরিচর্যায় ব্যস্তে।

নিম্ন আয়ের মানুষ গুলো,
কাজের জন্য মাঠে।

তীব্র শীতে মাঠে তারা,
জীবন যুদ্ধ করে।

অতিথি পাখি আগমনে,
পুর্ণতা পায়  শীতে।

হাওর-বাঁওড়  জলাশয়ে,
আশ্রয় যে থাকে।

ভ্রমণ পাগল  অতিথিরা,
ঘুরতে আসে শীতে।

সৌন্দর্য যে লীলা ভূমি,
বৈচিত্র্যময় দেশ।