স্বভাবে তুমি যে শান্ত,
কাশফুলে মত।
রুপে লাবণ্য মাধুর্য,
তরুলতা যেনো।
সেই তুমি এখন ঝড়,
স্বাথে বেরি পড়া।
আমি বলি নারীবাদি,
ভবিষ্যৎ উজ্জ্বল।
তুমি আধুনিক নারী,
বুদ্ধি খোলো রোজ।
বির্সজনে যে নৈতিকতা,
পরে আছো মুখোশ।
আলোড়ন তুমি তুলে,
কাপিয়ে মিডিয়া।
সংগঠনের নামে সঙ্গ,
ছেলে বুড়ো ছোড়া।
অন্যের সঙ্গে মিষ্টি সুরে,
তুমি কত ক্ষমতা।