একটি দেশ একটি জাতি,
মানচিত্রে যে বন্দি।
মানচিত্রে যে মিশে আছে,
লক্ষ প্রাণের সন্ধি।
একটি কন্ঠে লক্ষ ধ্বনি,
কেঁপে ছিল রাজপথ।
বিশ্বের বুকে জ্বলে উঠে,
বাংলাদেশের নাম।
একটি কথা একটি স্বপ্ন,
বাংলা আমার তুমি।
লক্ষ কোটি কাব্য মালায়,
গাঁথা আছো তুমি।
একটি হাসি একটি চিত্র,
সবুজ শ্যামল বাংলা।
চাষীর মুখে ফসলের গান,
স্বাধীন আমার বাংলা।
একটি প্রতীক একটি নিশান,
স্বাধীন মোরা জাতি।
বিশ্বের বুকে মাথা তুলে,
গর্বিত যে বাঙ্গালি।