কলম তুমি প্রতিক,
পচন সমাজে।
যে রুক্ষে দেয় অন্যায়,
সত্য প্রকাশে।
কলম তুমি হাতিয়া,
অসহায়ের হাতে।
রাজ পথ কেঁপে উঠে,
তোমার ধ্বনি।
কলম তুমি পাথর,
ক্ষমতার কাছে।
ঘুষের টাকা উড়ে যে,
তোমার ছোয়াতে।
কমল তুমি তেলবাজ,
দর্পণের কাছে।
অন্যের খুশিতে লেখ,
চেয়ে যে সম্মান।
কলম তুমিও বন্দি,
নেতাদের হাতে।
মানুষ করতে পারেনি,
শত দিক্ষার ব্যথে।
কলম তুমি আধার,
অন্যায়ের জোরে।
তুমি তো প্রতিক মাত্র,
বিবেকহীন ঢাল।