নীতিতে করি ভোজন আধারে রূপান্তর।
সকলে শুনে ভোজন নীতিবান কতজন।।

কালোতে ঢাকিয়ে সাদা  আধারে যে আলো।
সত্য ফুটিবে দিগন্তে  মন্দ করিবে পলায়ন।।

যুগে যুগে ঘটেছে কত  জলুমের কাহিনী।
রয়  তার পদ চিহ্ন দূষিত পৃথিবী।।

ইতিহাস পড়ে জেনেছি  হাজার কলঙ্ক।
নিদারুণ পরিণতি তা  করেছে বরণ।।

শিক্ষা আসে নি মগজে  মুখে করি ভোজন।
কর্পোরেটে মোড়ানো দেহ  ভিতরে পচন।।

চাকচিক্যময় চারদিক  পুঁজিবাদের দান।
সংগ্রামের নামে চলছে  রাক্ষসের ভক্ষণ।।

যার পান তার খান কৌশলে যে নীতি।
জোর যার মুলুক তার চলছে এই রীতি।।

দেখেছি সমাজে কত দাম্ভিক মানুষ।
থাকেনি সেই অহমিকা  কালে হারিয়েছে।।

ন্যায় নীতি বান সত্য রয়েছে সমাজে।
শিক্ষা নেয়নি যে মানুষ লালসায় পরে।।

জীবনে অক্তিম এসে  বুঝে যায় মন।
মায়া পরে কেটে গেছে  রঙ্গিল জীবন।।

কেউ নেই পাশে এখন অচল তখন।
হাহাকার চারদিকে   ক্লান্ত যে মনে।।

জীবনে শেষ প্রান্তরে   তাকিয়ে আকাশে।
যৌবন যে বৃদ্ধ  লগনে  দাঁড়িয়ে গন্তব্যে।।

পশ্চিম আকাশে সূর্য আধার নামিয়ে।
বিদায় বলে দেয় তারে  জীবন থেকে।।

পৃথিবীর হিসাব শেষে  আবার জীবন্ত।
প্রতি নিহত দংশন ক্ষমতা অর্থবিত্ত।।