সুক্ষ ভাবে দিচ্ছি কবর,
বাংলা ভাষার ইতি।
কোট টাই পরা মানুষ গুলো,
জানাজায় মিছিল।
ইংরেজ শিখার নানা ভঙ্গির,
প্রতিবন্দি যেমন।
মুখ মন্ডল আকা বাঁকা,
চিত্র করি দর্শন।
শিখতে হবে ইংরেজ ভাষা,
চাকরি বাজার মন্দ।
বাংলা এখন বাম পকেটে,
ইংরেজি যে আসল।
ভাষার মাস আসবে যখন,
মাঠ কাঁপিয়ে ভাষণ।
ইংরেজ ছাড়া মূল্য নাই রে,
পাঠ পুস্তুক এখন।
ধনীর ছেলের সকাল যে হয়,
গুড মনিং দিয়ে।
চাষা ভুষা তাদের ছেলে,
ফুটপাতে যে পড়ে।
ভাষার জন্য জীবন দিল,
এই চাষারই ছেলে।
নেতা আমার মঞ্চ কাঁপায়
নাটক বাজি করে।
হাতি দেখলে হবে হাতি,
প্রশ্ন আমরা করি।
পরের ভাষার প্রেম প্রীতি
পাখির মত বুলি।
(সংক্ষিপ্ত)