ধর্ম নিহত কর্মে,
আলো আধারের দীক্ষা।
ধর্মহীন কর্ম দিয়ে,
মানুষ বলা যায় না।
মানুষ যে ধর্মের ঊর্ধ্বে,
জ্ঞানি গুনি জনে কয়।
জ্ঞান পাপী তাকেই কয়,
মানব তবে মনুষ্য নয়।
ক্ষুদ্র জ্ঞান বিকারগ্রস্ত,
দাম্ভিক পৃথিবীর মাঝে।
অশ্ব গতি বাহু বল,
তেজ ফুরাবে সময়খন।
চিন্তাগ্রস্থ যে জীবন।
মরিচা পরবে যখন।
অচল মন বুঝবে ক্ষনে,
ধর্মে জ্ঞানে অনশন।
ধর্ম জ্ঞানে শুন্য যে,
মরুময় চরণ তাপ।
শেষ খনে চিন্তার মরণ,
বাহুবল অতি নগণ্য।
হয়নি সৃষ্টি কোনো ধর্ম,
মন্দ করে যা লালন।
মন্দিরে যে জন যায়,
উত্তম,বিমুখী থেকে।
মসজিদ পদচারণে,
খোদার চরণে মাথা।
সেজন উত্তম বলি যে,
বিমুখী জনের থেকে।
ধর্ম জ্ঞানে মুক্তি যে,
বস্তু চিন্তার তা নয়।
মরণ কালে বুঝিলে,
ঘটিবাটি মিলবে।