আমার কনিষ্ঠ পুত্র মোঃ ইয়ামিন আহমদের প্রতি নিবেদিত কবিতা।
ইয়ামিন।
মোঃ সাদিকুর রহমান রুমেন।
ইয়ামিন-আজকে
তুমি ছোট্র শিশু
বড় হবে একদিন,
পৃথিবীতে অনেক
অদল বদল
হয়ে যাবে সেদিন।
মানুষের মতো মানুষ হয়ো
জীবনের পুরোভাগে
সত্যদীক্ষা আর সুশিক্ষা
নিও-সকলের আগে।
ন্যায়ের পথে বাড়িও পা
অন্যায় পথ ছেড়ে
অহংকার তাড়িয়ে দিও
বিনয়ের চাবুক মেরে।
ভালোকাজের আলোয়
থেকো-যতদিন পাও আয়ূ
বদভ্যাসের বায়ূতে দুষিত-
করোনা কখনো স্নায়ু।
নেক সুদীর্ঘায়ূ দান করুন
তোমায়-আল্লাহ দয়াবান,
পুণ্যসলিলে জীবনভর
বাবা করিও তুমি স্নান।
তারিখঃ ০৫-১২-২০২০ ইং